হোম > অপরাধ > রাজশাহী

জমি নিয়ে দুই চাচাতো ভাইয়ের সংঘর্ষ, দুজনেই নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই দুই চাচাতো ভাইয়ের বিরোধ চলে আসছিল। আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে দুই পক্ষের সংঘর্ষে দুজনেই নিহত হয়েছেন। চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পক্ষের আরও অন্তত ছয়জন।

নিহত দুজন হলেন-বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও আকরাম হোসেন (৬০)। আজিজুরের বাবা দেদার হোসেন ও আকরামের বাবা জেকের হোসেন ছিলেন আপন দুই ভাই। আজিজুর ও আকরামের মধ্যে আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছিল। স্থানীয়ভাবে কয়েক দফা বসেও এর মীমাংসা হয়নি বলে জানান স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার বিকেলে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত আটজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন। 

পুলিশের চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, সংঘর্ষে মারা যাওয়া দুজনের মরদেহ হাসপাতালে আছে। আহতরাও চিকিৎসা নিচ্ছেন। পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠাবে। তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন