হোম > সারা দেশ > পাবনা

চলনবিলে অভিযান, ২৩ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জব্দ করা চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহর উপজেলায় চলনবিলে অভিযান চালিয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চলে। জব্দ করা জালের মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা। পরে এই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হান্ডিয়াল ইউনিয়নের চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৫৫০টি চায়না দুয়ারি জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন আজকের পত্রিকাকে জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে জব্দ ৫৫০টি চায়না দুয়ারি জালের বর্তমান বাজারমূল্য ২২ লাখ টাকা ও ১৫ হাজার মিটার কারেন্ট জালের বর্তমান বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি জানান, অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন