প্রতিনিধি (বগুড়া) শেরপুর
বগুড়ার শেরপুরে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সীমাবাড়ী ইউনিয়নের সেনবামুনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আব্দুর রাজ্জাক ওরফে জুয়েল (৪৭) সীমাবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি। একটি নাশকতার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, পুলিশের তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।