নাটোর শহরের হরিশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে চার্জার ভ্যানের সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল কাদের চাঁদপুর মাটিয়াপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে হরিশপুর বাইপাস সড়কে উঠছিলেন অপু। এ সময় পণ্যবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকচালক ও সহকারী পলাতক রয়েছেন।
ওসি আরও জানান, আজ সন্ধ্যায় নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল এসে ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল কাদেরের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও নাটোর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।