হোম > সারা দেশ > বগুড়া

রাস্তা নিয়ে ভোগান্তিতে শাজাহানপুরের বাসিন্দারা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

ভাঙা রাস্তা নিয়ে ভোগান্তিতে পড়েছেন বগুড়া শাজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কৈগাড়ি শান্তিনগর এলাকায় মানুষ। কৈগাড়ি প্রধান সড়কে ওবায়দুল্লাহ এর বাড়ি থেকে শুরু হয়ে শহিদুল কবিরের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তার এই অবস্থা হয়ে আছে। 

জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) অর্থায়নে ঠিকাদারের মাধ্যমে পাকা রাস্তা নির্মাণ করছে এলজিইডি অফিস। চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে ওয়ার্ক অর্ডার দেয় শাজাহানপুর প্রকৌশল অফিস। কাজের মেয়াদ বেঁধে দেওয়া হয় ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। 

নতুন রাস্তা নির্মাণের জন্য কাঁচা রাস্তার মাটি তুলে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৩ মাস ধরে রাস্তা নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। বৃষ্টি এবং আশপাশের বাড়ির পানি এসে সেখানে জমেছে। এতে পুরো রাস্তাটি পুকুরে পরিণত হয়েছে। এতে ওই সড়কের শতাধিক বাড়ির হাজারো বাসিন্দারা জনদুর্ভোগ পোহাচ্ছেন। 

ওই এলাকার ব্যবসায়ী আরমান আলী খান মিঠু আজকের পত্রিকাকে বলেন, এই সড়কে কয়েক শতাধিক বাড়ি রয়েছে। প্রত্যেক বাড়িতে একাধিক ভাড়াটিয়া রয়েছে। রাস্তাটি প্রতিনিয়ত কয়েক হাজার লোকজন ব্যবহার করে। গত কোরবানির ঈদের আগে রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। কোনো সমস্যা থাকলে এলজিইডি অফিস রাস্তা আরও কিছুদিন পরেও হাত দিতে পারত। এই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য বাঁশ কাঠের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। এখন এই এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছেন। 

ওই সড়কের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, আগে চওড়া কাঁচা রাস্তা ছিল। এলাকার লোকজন অনেক চেষ্টা করে পাকা রাস্তার বরাদ্দ এনেছেন। প্রায় ৫ মাস আগে ঠিকাদার এসকেভেটর মেশিন দিয়ে রাস্তায় মাটি খোঁড়া শুরু করেন। গত রোজার ঈদের আগে কাজ পুরো বন্ধ করে দেন। এরপর বৃষ্টি এবং বাড়ির পানি এসে জমতে থাকে রাস্তার গর্তে। এতে প্রায় পুরো রাস্তাটি পুকুরে পরিণত হয়। 

কৈগাড়ি ফুলদিঘি আদর্শপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে মসজিদ থাকলেও বেশির ভাগ সময় তাদের বাড়িতেই নামাজ আদায় করতে হয়। বাড়ির গেট থেকে পা রাখলেই রাস্তার পানি। বৃষ্টি হলে টই টুম্বুর পুকুর। 

জানতে চাইলে শাজাহানপুর উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিএমডিএফ এর অর্থায়নে ঠিকাদারের মাধ্যমে পাকা রাস্তা নির্মাণ করছে এলজিইডি অফিস। চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। কাজের মেয়াদ বেঁধে দেওয়া হয় ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। এ ব্যাপারে তিনি ঠিকাদারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ