হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তুলাতলি-২ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে।

আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাদশা ফরাজী, বাদল ফরাজী, বকুল, রাসেল, মানসুরা, কোহিনুর, মিলন, রুহুল আমিন, ইয়াকুব ও লাইলী। তাঁদের কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। আজ সকালে বাদশার পরিবারের সদস্যরা ওই জমিতে কাজ করছিলেন। এমন সময় কুদ্দুসের পক্ষের কয়েকজন সেখানে এসে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করেন। এ সময় সংঘর্ষ বেধে গেলে স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।

কুয়াকাটা হাসপাতালের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াজ জানান, আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের মাথা, বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ