হোম > সারা দেশ > রংপুর

ইট ছুড়ে পঞ্চগড় জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর, যুবক আটক

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড় জেলা প্রশাসকের গাড়ির গ্লাস ইট ছুড়ে ভাঙচুর করা হয়েছে। এ অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আটক আবু জাফর (২৭) পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকার বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে। তিনি পেশায় অটোচালক।

হঠাৎ ওই যুবক দাঁড়িয়ে থাকা ডিসির পাজেরো স্পোর্টস জিপে ইট ছোড়েন। ইটের আঘাতে গাড়ির সামনের গ্লাসটি ভেঙে যায়। তবে কী কারণে গাড়িটি ভাঙচুর করেছেন, তা জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গাড়ি ভাঙচুরের সময় আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক আবু জাফরের মা জরিফা বানু বলেন, ‘আমার ছেলে মানসিক সমস্যা আছে। রংপুরের মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া হচ্ছে। রাতে ওষুধ না খাওয়ার কারণে সকালে পাগলামি শুরু করে এবং বাড়ি থেকে বের হয়ে যায়। পরে শুনি ডিসির গাড়ি ভাঙচুর করছে।’

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহাম্মদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হবে।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে