হোম > সারা দেশ > রংপুর

বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাতে হবে: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি 

তেঁতুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। গতকাল বুধবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তেঁতুলতলায় সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন তিনি।

এ সময় সারজিস আলম বলেন, ‘আমেরিকার মতো একটি দেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের মতো একটি দেশের কোনো নীতির ওপর নির্ভর করে না। তারা তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেশের স্বার্থ সামনে রেখে। তাদের কাছে শিক্ষা নিয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক করা উচিত। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে দেশের মানুষের স্বার্থ সামনে রেখে। আমেরিকায় যে দলই জয়যুক্ত হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’

এই ছাত্রনেতা আরও বলেন, ‘রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ফ্যাসিস্টদের দোসর। এত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কোনো ফ্যাসিস্ট খুনির দোসর বসে থাকতে পারে না। চুপ্পুকে না হটানো পর্যন্ত শহীদদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ হবে না।’

সারজিস আলম বলেন, ‘যাঁরা এই অভ্যুত্থানে আমাদের সমর্থন দিয়েছেন, সারা দেশের জেলা-উপজেলাগুলোতে ঘুরে ঘুরে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলছি। আমরা তাঁদের কাছে পাওয়া মতামতগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব। উপজেলাগুলোতে আমাদের পরিদর্শন কার্যক্রম তেঁতুলিয়া উপজেলার মাধ্যমে আজ শুরু হলো। দেশের কোথাও উন্নয়নে আর বৈষম্য হবে না।’

এ সময় সারজিসের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে