হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে চা-বোর্ডের অভিযান: ৩ কারখানা ও ২ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে চা-বোর্ডের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি চা কারখানা ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার ও গত রোববার ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করেন।

চা-বোর্ড সূত্রে জানা গেছে, চা ব্যবসায় বাংলাদেশ চা-বোর্ড ও বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স না থাকা, অননুমোদিত ট্রেড মার্ক ও মূল্য সংযোজন কর (মূসক) চালান ব্যবহার না করা, চায়ের মোড়ক নকল, রাজস্ব ফাঁকি এবং কালোবাজার থেকে চা কেনার অভিযোগে গত সোমবার পঞ্চগড় সদর উপজেলায় দুটি চা প্যাকেটজাত প্রতিষ্ঠান ‘মিরপুরী চা’ ও ‘আল আমিন টি’কে যথাক্রমে ৫০ হাজার ও ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমীন।

এ ছাড়া এর আগের দিন রোববার চা আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার মূল্য যথাযথভাবে পরিশোধ না করার অভিযোগে তিনটি বটলিফ কারখানা ‘মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ’, ‘উত্তরা গ্রিন টি লিমিটেড’ ও ‘নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ৫০ হাজার করে ১ লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে সহযোগিতা করে পঞ্চগড় জেলা প্রশাসন। 
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র বলছে, নিয়মিত চা কারখানা পরিদর্শনের অংশ হিসেবে বেশ কিছু চা কারখানায় যান চা-বোর্ডের কর্মকর্তারা। পরে সদর উপজেলার মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ, উত্তরা চা কারখানা লিমিটেড ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে চা-বোর্ডের আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার মূল্যে যথাযথভাবে পরিশোধ না করার অভিযোগে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসব অভিযানে পঞ্চগড় আঞ্চলিক চা-বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হকসহ সদর থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত চা কারখানা পরিদর্শনের অংশ হিসেবে পঞ্চগড়ে বেশ কয়েকটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। বেশ কিছু বটলিফ কারখানার বিরুদ্ধে চা আইন লঙ্ঘন ও চাষিদের চাপাতার যথাযথ মূল্য পরিশোধ না করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে নানা অভিযোগের প্রমাণ মেলায় আর্থিক জরিমানা করা হয়। চা-বোর্ড এ ধরনের কোনো অনিয়ম এবং আইনের লঙ্ঘন দেখলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে