হোম > সারা দেশ > রংপুর

ধানখেতের জালে আটকা পড়া ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলায় ধানখেতের জালে আটক যাওয়া ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ২০ কেজি। আজ শনিবার সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকা থেকে স্নেক রেসকিউয়ার সহিদুল ইসলাম সাপটি উদ্ধার করেন। পরে তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

সহিদুলের বাড়ি উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নুতনহাট এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী হিসেবে কাজ করছেন। 

স্থানীয়রা জানান, আব্দুর রউফ নামের এক কৃষক তাঁর ধানখেতে ছাগল, গরু প্রবেশে বাধা দেওয়ার জন্য প্লাস্টিকের জাল দিয়ে বেড়া দিয়েছেন। আজ সকালে ছবির আলী নামের এক ব্যক্তি মাঠে গরু বাঁধতে যায়। এ সময় সেখানে থাকা জালে একটি অজগর সাপ দেখতে পান তিনি। 

বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী সহিদুল ইসলাম বলেন, ‘ওই এলাকায় অজগর সাপ জালে আটকা পড়ে আছে—এমন খবরে আমি সেখানে যাই। গিয়ে দেখি লোকজন সাপটিকে ঘিরে রেখেছে। আমি সাপ উদ্ধার করে বস্তায় রাখলে স্থানীয়রা সাপ দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আমি বন বিভাগে ফোন দিয়ে ঘটনা খুলে বলি। বন বিভাগের লোক আসলে আমি তাদের কাছে সাপটি হস্তান্তর করি।’ 

সহিদুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা সাপটি বার্মিজ অজগর হিসেবে পরিচিত, যা নির্বিষ। অজগরটির আনুমানিক ওজন ২০ কেজি। পঞ্চগড়ের আশপাশে এই সাপ আরও রয়েছে বলে ধারণা করছি। আগেও এখানে কয়েকবার অজগর দেখা গেছে।’ 

বন বিভাগ পঞ্চগড় রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসূধন বর্মণ বলেন, সাপটি উদ্ধার করে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। সেখানে বার্মিজ অজগরের নিরাপদ স্থান রয়েছে। যেকোনো সাপ দেখলে না মেরে উদ্ধারকারীদের খবর দেওয়ার পরামর্শ দেন তিনি।

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে