হোম > সারা দেশ > রংপুর

সীমান্তের কাঁটাতার পেরিয়ে পঞ্চগড়ে ভারতীয় নীলগাই

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় নীলগাই। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের সরকারপাড়া এলাকায় ভারতীয় একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রোববার সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

নীলগাইটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে এসেছে। কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে প্রাণীটির মুখ, মাথা, পাসহ বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানা যায়, নীলগাইটি ভুট্টাখেতে ছোটাছুটি করছিল। পাশের একটি খেতে মরিচ তুলতে আসা নারীরা হরিণ ভেবে চিৎকার করে লোকজনকে ডাকতে শুরু করেন। তাঁদের ডাকে স্থানীয় লোকজন এসে পিছু নেন। এ সময় একটি ভুট্টাখেত থেকে আরেকটি ভুট্টাখেতে ছুটছিল নীলগাইটি।

পঞ্চগড়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় নীলগাই। ছবি: আজকের পত্রিকা

ধীরে ধীরে উৎসুক লোকজন বাড়তে থাকলে শতাধিক মানুষ পেছনে ছুটতে থাকেন। পরে বেশ কিছুক্ষণ তাড়া করে নীলগাইটি ধরে ফেলেন তাঁরা। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে একটি ভ্যানে করে পঞ্চগড় বন বিভাগের অফিসে নিয়ে আসেন।

এ বিষয়ে পঞ্চগড় এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘গ্রামবাসী একটি নীলগাই ধরেছে, এমন খবর পেয়ে আমরা সেটি উদ্ধার করে আমাদের কার্যালয়ে নিয়ে এসেছি। আহত নীলগাইটিকে সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসা দেওয়া ও পর্যবেক্ষণের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাণীটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে