হোম > সারা দেশ > রংপুর

নানার বাড়িতে বেড়াতে এসে ডাহুক নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে সমবয়সী বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মাহাবুব (৯)। আজ শুক্রবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার ডাহুক নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, মৃত মাহবুব জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের পিঠাখাওয়া এলাকার আইনুল ইসলামের ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার শিশু মাহাবুব তার মায়ের সঙ্গে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। আজ শুক্রবার সকালে শিশু মাহাবুব তার নানার বাড়ির আশপাশের কয়েকজন শিশুর সঙ্গে ডাহুক নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় শিশু মাহাবুব। তার সঙ্গে থাকা শিশুরা চিৎকার করলে স্থানীয় মানুষসহ শিশুটির নানার বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মাহবুবকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নদীতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে