হোম > সারা দেশ > রংপুর

বিএসএফের পুশ ইন: পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের সীমান্তসংলগ্ন তিনটি এলাকা দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ওই ইউনিয়নের নাউতরী প্রধানপাড়া ও ধামেরঘাট সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। আজ (শনিবার) বিকেলে বিজিবি আটক ব্যক্তিদের বোদা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, মেইন পিলার ৭৭৪/১৫ এস ও ৭৭৫ সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। আটজন নাউতরী এলাকা দিয়ে এবং তিনজন ধামেরঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন। তাঁরা রাতের অন্ধকারে সীমান্তের একটি বাড়িতে আশ্রয় নেন। সংবাদ পেয়ে বিজিবির ডানাকাটা, মালেকা ডাঙ্গা ও ধামেরঘাট বিওপির সদস্যরা তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার মোছা. নীলুফা (৪০), যশোর জেলার মোছা. সাজিদা (৪০), সাতক্ষীরা জেলার মোছা. মর্জিনা (৫০) ও তাসলিমা বেগম, নোয়াখালী জেলার মো. ওমর ফারুক (৩৭), নরসিংদী জেলার মোছা. তানিয়া (৩৫), নারায়ণগঞ্জের মোছা শাহনাজ (৩৪) ও মীম আক্তার (২২), খুলনা জেলার মোছা. আলেয়া বেগম (৭০), মুন্সিগঞ্জ জেলার মো. জাহিদুল ইসলাম (৪০) ও মো. ফাইজান শেখ (১০)।

তাঁরা জানান, ভারতীয় পুলিশ তাঁদের ২ মে ভারতের মুম্বাই শহর থেকে আটক করে। পরে তাঁদের ১৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়। ভারতীয় কর্তৃপক্ষ ১২০ জন বাংলাদেশি নাগরিককে বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে পাঠায়। তাঁদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।

জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং পরে বিএসএফ তাঁদের বাংলাদেশে পুশ করে।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে কয়েকজন নারীকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘বিএসএফ কর্তৃক পুশ ইনকৃতদের মধ্যে একজন শিশু, দুজন পুরুষ এবং আটজন নারী রয়েছেন। বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে