হোম > সারা দেশ > নোয়াখালী

নিঝুম দ্বীপে দুর্গতদের পাশে যুবদল

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নিঝুমদ্বীপে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবার বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবদল। রোববার সকালে সংগঠনটির নেতাকর্মীরা নিঝুমদ্বীপের বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবার বিতরণ করেন। নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিনের সহযোগিতায় শনিবার থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

আশরাফ উদ্দিন জানান, শনিবার আদর্শগ্রাম, মোল্লাগ্রাম, মদিনাগ্রাম, মুন্সিগ্রাম ও বান্দাখালীসহ একাধিক গ্রামে একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রথম দিনে প্রায় ৩০০ পরিবারের ঘরে ঘরে গিয়ে যুবদলের কর্মীরা এসব খাবার পৌঁছে দেন। পূর্বে প্রস্তুত কোনো তালিকা ছাড়াই সরাসরি ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দেওয়া হয়।

প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, চনাচুর, বিস্কুট এবং দুটি করে খাবারের স্যালাইন।

তিনি আরও বলেন, “হাতিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা নিঝুমদ্বীপ। এখানকার অনেক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেকের ঘরে রান্নার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থাও নেই। কেউ কেউ বাজারেও যেতে পারছেন না। কেন্দ্রীয় যুবদলের নির্দেশে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এখনও পর্যন্ত নিঝুমদ্বীপে সরকারি উদ্যোগে কোনো ত্রাণ বিতরণ শুরু হয়নি।”

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা