হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দয়ারামদি গ্রামের স্ত্রী নাজমা আক্তার নাজুকে হত্যার ঘটনায় স্বামী মনির হোসেন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আজ সোমবার বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বাবু দয়ারামদি গ্রামের আলী আহম্মদের ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, পরকীয়া প্রেমের জেরে গত ২০১৮ সালের ৩০ এপ্রিল রাতের কোন একসময় নিজের স্ত্রী নাজমা আক্তার নাজুকে শ্বাসরোধ করে হত্যা করে বাবু। এ ঘটনার ৪ মাস আগে তাঁদের বিয়ে হয়। পরদিন ১ মে সকালে নাজুর মৃত্যুর বিষয়টি খবর পেয়ে তাঁদের শয়ন কক্ষের খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের গলা ও হাতে চিকন রশি দিয়ে বাঁধার চিহ্ন ছিল। পরদিন রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নিজের অপরাধ স্বীকার করলে বাবুকে পুলিশে সোপর্দ করে চেয়ারম্যান। 

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মনির হোসেন বাবুর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনাটি তদন্ত করতে গিয়ে বিয়ের আগে স্থানীয় এক নারীর সঙ্গে বাবুর প্রেমের সম্পর্ক ছিল বলে তথ্য পাই। ওই সম্পর্কের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাজুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বাবু। তদন্তে যৌতুকের দাবিতে নয়, বরং অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্কের কারণে বাবু তাঁর স্ত্রী নাজুকে হত্যা করেছে মর্মে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) প্রদান করে এবং স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি। গ্রেপ্তারের পর থেকে জেলা কারাগারে ছিলেন তিনি। 

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, সোমবার বিকেলে কারাগার থেকে আসামি মনির হোসেন বাবুকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক আসামি মনির হোসেন বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ইতিপূর্বে সে হাজতবাস করায় মোট সাজা থেকে তা বাদ যাবে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাহাব উল্যাহ। 

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম