হোম > সারা দেশ > নোয়াখালী

পশুর হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে পশুর হাট বন্ধ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়। তবে কেউ আহত হননি। 

আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিংগা বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে চিরিংগা বাজারে পশুর হাটের আয়োজন করা হয়। দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করেন বিক্রেতারা। বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ। 

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে জনতা লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় একটি মামলা করা হবে। 

তিনি আরও জানান, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরুর বাজারটি বন্ধ করা হয়েছে। 

কবিরহাট থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। 

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

বেগমগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

হাতিয়ার চরআতাউর: সুপেয় পানির তীব্র সংকট, বাসিন্দাদের ভোগান্তি