হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

আজ রোববার সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের আপানিয়া এলাকার ম্যাক্স গার্মেন্টসের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতের চারজনই পুরুষ। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী থেকে বেগমগঞ্জের চৌমুহনীর উদ্দেশে চারজন যাত্রী নিয়ে ছেড়ে আসে একটি সিএনজিচালিত অটোরিকশা। সন্ধ্যার দিকে অটোরিকশাটি আপানিয়া এলাকার ম্যাক্স গার্মেন্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (নোয়াখালী-ন ১১-০৯৩৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন এবং পরে হাসপাতালে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম