হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া বৃদ্ধি, পরিবহন খাতে অনিয়ম, ভাড়া নিয়ে নৈরাজ্য এবং সরকারিভাবে ভাড়া নির্ধারণের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে মাইজদী টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান-সংবলিত ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়। 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করতে হবে। প্রতিটি রুটে অটোরিকশার ভাড়া সরকারিভাবে নির্ধারণ করতে হবে। সোনাপুর থেকে চৌমুহনী পর্যন্ত সিটি সার্ভিস চালু করতে হবে। 

বক্তারা আরও বলেন, প্রতিটি সিএনজি অটোরিকশার পেছনে কিলোমিটার অনুযায়ী ভাড়ার তালিকা লাগাতে হবে। যত্রতত্র অটোরিকশা পার্কিং বন্ধ করতে হবে। এ ছাড়া সাধারণ শিক্ষার্থী ও যাত্রীদের হয়রানি প্রতিরোধে প্রশাসনের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা ফারুক আল ফাহাদ, ফেরারি নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী ফাতেমা আক্তার, মানবিক ব্লাড ফাউন্ডেশনের সহসভাপতি রাকিব হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক আবদুর রহমান, যুবনেতা মুহাম্মদ আবদুল্লাহ আল মাসউদ প্রমুখ। 

এ ছাড়া কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

বেগমগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত