হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জ সদরের বড়পুল মোড় এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে ময়মনসিংহ র‍্যাব–১ কিশোরগঞ্জ (সিপিসি-২) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মো. ইমরান হোসেন ওরফে চান্দু (২৪) মদন উপজেলার কাইকুড়িয়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে। 

র‍্যাব জানায়, গত ১৪ এপ্রিল রাতে এক তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে বাড়ির পাশের খেতে ধর্ষণ করে ফেলে রাখা হয়। এ ঘটনায় দুই দিন পর ওই তরুণী বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। এদিকে ঘটনার পর গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেন ইমরান।

তবে র‍্যাব পলাতক ইমরানকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। নানা তথ্য–উপাত্ত সংগ্রহের একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদরের বড়পুল মোড় এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-১৪–এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে তাঁকে মদন থানায় হস্তান্তর করা হয়। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে ইমরানকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২