হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী (৩২) ও যুগ্ম সম্পাদক আলমগীর হোসাইন সুমনকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, গত ১৯ আগস্ট নেত্রকোনা মডেল থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যে মামলায় গ্রেপ্তারের কথা বলছে পুলিশ, ওই মামলায় তাঁরা দুজন আসামি নন। এ ছাড়া আগের সব মামলায় তাঁরা জামিনে রয়েছেন। বর্তমানে তাঁদের নামে নতুন কোনো মামলা বা ওয়ারেন্ট নেই।

রফিকুল ইসলাম হিলালী আরও বলেন, ওই দুজন রাজপথের সক্রিয় নেতা। তাঁদের গ্রেপ্তার করে সরকার মূলত চলমান আন্দোলনকে ব্যাহত করতে চাইছে। আগামী ১ অক্টোবর বিএনপির রোডমার্চ ব্যাহত করতেই সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব করে আন্দোলন প্রতিহত করা যাবে না। অবিলম্বে ওই দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার