হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বিষপানে আত্মহত্যা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপান করে অসুস্থ হওয়ার পর সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা হাসপাতালে মারা গেছেন। গতকাল রোববার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।

সন্তোষ উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। সন্তোষ দেবনাথের দুই ছেলেই সরকারি চাকরিজীবী এবং তিনি অনেক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

আজ সোমবার (১৯ মে) সকালে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে নিজ ঘরে বিষপান করে ছটফট করতে থাকেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ। টের পেয়ে তাঁর স্ত্রী পুষ্প দেবনাথ (৫৫) চিৎকার করতে থাকেন।

পরে বাড়ির অন্যান্য লোকজন এসে বীর মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে অটোরিকশাযোগে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

দুর্গাপুর থানার ওসি বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃতের মরদেহ আজ (সোমবার) ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনায় আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ১

নেই কোনো কর্মকর্তা, নেত্রকোনায় পিয়ন দিয়ে চলে শিক্ষা কার্যালয়

বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

নেত্রকোনায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু