হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় রাতের আঁধারে বিদ্যালয়ে চুরি

প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা) 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মধ্যে নেত্রকোনার কেন্দুয়ায় একটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া একতা উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। রোববার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদির বিষয়টি স্থানীয় থানা-পুলিশকে অবহিত করেন।

বিদ্যালয় সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা রাতের আঁধারে ওই বিদ্যালয়ে অফিসকক্ষের তালা ভেঙে কক্ষটিতে ঢোকে। ওই সময় তাঁরা অফিসকক্ষের দুটি সিলিং ফ্যান এবং আলমারির তালা ভেঙে বিদ্যালয়ের আয়-ব্যয়ের কলামনামা ক্যাশবই এবং শিক্ষকদের ফাইল রেজিস্ট্রারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায়। পরে চুরির বিষয়টি জানাজানি হয়।

এর সত্যতা নিশ্চিত করে রোববার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাদির জানান, ধারণা করা হচ্ছে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে কয়েক দিন আগেই রাতের আঁধারে এ চুরির ঘটনাটি ঘটেছে। এতে বিদ্যালয়ের অনেক বড় ক্ষতি হয়ে গেল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। 

এ ব্যাপারে কেন্দুয়া থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপপরিদর্শক হযরত আলী জানান, ঘটনাটি শুনেছি। তবে চুরির বিষয় হওয়ায় এ নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার জন্য প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়েছে। 

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার