কলমাকান্দা (নেত্রকোনা): নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। এ ছাড়া ঘটনার চার দিন চলে গেলেও এখনো মামলার প্রধান আসামি ও ধর্ষণে অভিযুক্ত বিল্লাল মিয়াকে (২৮) পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
শুক্রবার বিকেলে ভুক্তভোগীর বাবা কলমাকান্দা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের এ কথা জানান।
মেয়ের বাবা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের ওই ছাত্রী শৌচাগার থেকে ফেরার সময় বিল্লাল মিয়া তাঁকে জোর করে তুলে নিজ ঘরে নিয়ে যান। এ সময় মেয়েটির মুখ কাপড় দিয়ে বেঁধে ধর্ষণ করেন।
মেয়েটির বাবার অভিযোগ, বিল্লালের বাবা সাইফুল মিয়া তাঁকে ও তাঁর পরিবারকে মামলাটি তুলে নিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক বলেন, প্রধান আসামি বিল্লালসহ অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।