হোম > সারা দেশ > নেত্রকোণা

১২ ঘণ্টায় নেত্রকোনায় আ.লীগ-ছাত্রলীগের ১১ জন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার নেতা-কর্মীদের রয়েছেন সদর থানায় চারজন, খালিয়াজুরী থানায় চারজন ও মদন থানায় তিনজন।

নেত্রকোনা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালিয়াজুরীতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজেশ্বর দেবনাথ (৩২), ছাত্রলীগ কর্মী সাগর কর (২৬), আওয়ামী লীগ কর্মী আব্দুল হেকিম (৫০) ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল হক (৫২)।

মদনে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ, মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মোশাইফ হোসেন প্রিয়ম ও কাইটাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক।

সদরে মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ তোফায়েল আহমেদ তুষার (২৮), জেলা ছাত্রলীগের উপসমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মিজানুর রহামান প্রান্ত (৩২), ছাত্রলীগের কর্মী সুজয় খান (৩৩) ও সাকিব হাসান খান হাসিব (৩০)।

এর আগে গতকাল শুক্রবার ভোরে শহরে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং জেলাজুড়ে গ্রেপ্তার অভিযান শুরু করে পুলিশ।

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার