হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ আহত দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম। তিনি বলেন, ‘ময়মনসিংহ সদর হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। আরও দুজন দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’ 

গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৫০) এবং একই গ্রামের অমর আলীর ছেলে সাদেক মিয়া (৫০)। এ দুর্ঘটনায় আহতেরাও একই এলাকার বাসিন্দা। তাঁরা হলেন বকুল নাহার (৪০) ও রাশিদা খাতুন (৩২)। 

নিহতের পরিবার ও পুলিশ বলছে, সোমবার বিকেলে অটোরিকশায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তাঁরা। এ সময় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়। এতে চালকসহ চারজনই গুরুতর আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। 

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, ট্রাকের চালক পলাতক রয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার