হোম > সারা দেশ > নেত্রকোণা

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

কিশোরী শ্যালিকাকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলার পর থেকে ওই আসামি জাতীয় পরিচয়পত্রের নাম-ঠিকানা বদলে (ছদ্মবেশে) ২০ বছর আত্মগোপনে ছিলেন বলেও র‍্যাব জানিয়েছে। 

আজ বুধবার তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‍্যাব ১৪-এর সিনিয়র এএসপি সবুজ রানা। 

সাজাপ্রাপ্ত আসামির নাম আ. হামিদ (৪০)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাড়েঙ্গা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। 

র‍্যাব বলছে, ২০০৩ সালের আগস্টে আ. হামিদ তাঁর শ্যালিকাকে (১৩) নিজ গ্রামের স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে একটি গাড়িতে উঠিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়ে যান। সেখানে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে তিন দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণ শেষে শ্যালিকাকে সেখানে আহত অবস্থায় রেখে নিজ বাড়ি পূর্বধলায় চলে যান। পরে ভুক্তভোগী কিশোরী স্থানীয়দের সহায়তায় পূর্বধলায় নিজ বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পূর্বধলা থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর আ. হামিদ এলাকা ছেড়ে পালিয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দায় অবস্থান নেন। সেখানে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রে নাম-ঠিকানা পরিবর্তন করে ছদ্মবেশে লুকিয়ে থাকেন। 

এ দিকে ওই মামলায় আ. হামিদকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন ও অপহরণের দায়ে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অবশেষে মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে আ. হামিদকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়। 

পূর্বধলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আজ (বুধবার) দুপুরে আ. হামিদকে আদালতে পাঠানো হয়েছে।’

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার