নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে আয়েশা আক্তার নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার আসাদপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আয়েশা আক্তার উপজেলার আসাদপুর নতুনপাড়া এলাকার মো. রাসেল মিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকাল ১০টার দিকে বাড়ির পেছনে খেলা করছিল আয়েশা। পরিবারের লোকজনের অজান্তে ডোবার পানিতে পড়ে যায় সে। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে দুপুর ১টার দিকে ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাঁরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাশার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।