হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্য পরিদর্শক নিহত

নাটোর প্রতিনিধি

নাটোর রেলওয়ে স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সমীর কুন্ডু (৪৫) নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমীর কুন্ডু নাটোর পৌর এলাকার কাপুরিয়াপট্রি মহল্লার মৃত তারোকেশ্বর কুন্ডুর ছেলে এবং সদর উপজেলার হালসা ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের হালসা কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দুই বছর আগে সমীর কুন্ডুর বড় ভাই তিমির কুন্ডুও বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত হন।

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রেজাউল করিম মল্লিক জানান, সকালে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫৮ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছায়। ৮টা ২ মিনিটে রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে ১ নম্বর প্ল্যাটফর্মের লাইনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীরা নাটোর ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মকর্তাদের খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে প্ল্যাটফর্মে রেখে দেন। এরপর সান্তাহার জিআরপি থানায় খবর দেওয়া হয়। দুপুরে জিআরপি থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে ছেলেকে কোচিং ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সমীর কুন্ডু। এরপর পুলিশের মাধ্যমে জানতে পারেন তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন।

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

নাটোরের চার আসন: সরব বিএনপি, মরিয়া জামায়াত

মোহাম্মদপুর ট্র্যাজেডি: নাটোরে পৌঁছাল মা-মেয়ের মরদেহ, দুদিন আগে হারিয়ে গিয়েছিল চাবি

পৌরসভার বর্জ্যে নদী পরিণত হচ্ছে নর্দমায়

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়: চার বছরে ১০৬ শিক্ষার্থীর বাল্যবিবাহ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না সেনাসদস্যের