হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মাদকসেবী ছেলের অত্যাচারে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী বাবা। সেই অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় ওই ছেলেকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার সকালে পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রাম থেকে ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন। 

সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম ফয়সাল আহামেদ (২০)। তিনি উপজেলার পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রামের বাদল মিয়ার ছেলে।

সাজাপ্রাপ্ত ফয়সালের বাবা বাদল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে পড়াশোনা ছেড়ে দিয়ে ভবঘুরে হয়ে গেছে। ইদানীং নেশার টাকার জন্য প্রতিনিয়ত বাড়িতে এসে ভাঙচুরসহ পরিবারের সদস্যদের মারধর, হত্যার হুমকি দেয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইউএনও বরাবর অভিযোগ দিই। ছেলেকে ৩ মাসের জেল দিয়েছে। বাবা হিসেবে চাই ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক।’ 

ইউএনও মো. আজগর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার উপজেলায় লিখিত অভিযোগের ভিত্তিতে নিজ এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ / ৪২ এ ১ এর ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে পুলিশি পাহারায় তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার