হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুর উপজেলা চেয়ারম্যান দুর্বৃত্তের গুলিতে আহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান (৭০) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। 

গতকাল শনিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলা সদর বাজার রোডে তাঁর বাসার ভেতরে এ ঘটনা ঘটেছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজ শেষে বাসার ভেতরে হাঁটাহাঁটি করছিলেন হারুন অর রশিদ খান। এ সময় তাঁর সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে দুই-তিনজন দর্শনার্থী বাসায় ঢোকেন। পরে দর্শনার্থী বেশে আসা দুর্বৃত্ত হারুন খানকে লক্ষ্য করে পেছেন থেকে গুলি ছুড়ে পালিয়ে যান। পরপর ছোড়া দুই রাউন্ড গুলি হারুন অর রশিদ খানের পিঠে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ থানার পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতারা। শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলস ভুঁইয়া রাখিল বলেন, গুরুতর আহত অবস্থায় হারুন খানকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে। 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা