হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে আশরাফুল ইসলাম নামের তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, আশরাফুলকে হত্যা করা হয়েছে। আশরাফুল ইসলাম ওই এলাকার আলফাজ মিয়ার ছেলে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির উঠানে খেলা করছিল আশরাফুল। সকাল সাড়ে ১০টার পর থেকে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্মাণাধীন একতলা বাড়ির সেপটিক ট্যাংকে এক শিশুর লাশ পড়ে রয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দারা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির মা সেখানে গিয়ে তার লাশ শনাক্ত করেন।

আশরাফুলের মা আম্বিয়া বেগম বলেন, ‘কয়েক দিন আগে পাশের বাড়ির ৮-১০ বছরের এক মেয়ের সঙ্গে আমার বড় ছেলের কথা-কাটাকাটি হয়। এ সময় মেয়েটি আমার ছেলেকে থাপ্পড় দেয়। আজ সকালে মেয়েটিকে বাড়ির পাশে ঘুরতে দেখা যায়। তবে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কীভাবে লাশ এল বুঝতে পারছি না।’

নির্মাণাধীন বাড়ির প্রতিবেশী জরিনা বেগম বলেন, ‘৮-১০ বছরের একটি মেয়ে একটি ছোট শিশুকে নিয়ে নির্মাণাধীন বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। পরে আমি গোসল শেষে বের হলে বড় শিশুটিকে একা দৌড়ে যেতে দেখি।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বলা যাবে শিশুটি কীভাবে মারা গেল।’ 

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে দেখতে লোকজনের ভিড়

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ১০

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত