হোম > সারা দেশ > নরসিংদী

নিখোঁজের দুই দিন পর অপর শিক্ষার্থীর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালে বনভোজনে গিয়ে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী সহিদুল ইসলাম মাহফুজের (১৭) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ শনিবার বেলা ১১টার দিকে আলোকবালী ইউনিয়নের বকশালীপুরের মেঘনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার দুপুর ২টার দিকে নিখোঁজ মো. গালিবের (১৫) লাশ উদ্ধার করা হয়। গালিব মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িপাড়া গ্রামের পত্রিকার এজেন্ট আজিজুল হকের ছেলে। সহিদুল ইসলাম মাফফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। তাঁরা সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বার্ষিক বনভোজনে ইঞ্জিনচালিত নৌকায় শিক্ষকসহ মাদ্রাসার ৩২ জন শিক্ষার্থী আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়। পরে ফুটবল খেলা শেষে বিকেলে ৫টার দিকে তাঁরা মেঘনা নদীতে গোসল করতে নামে। কিন্তু শিক্ষকসহ বাকি ৩০ জনকে খুঁজে পাওয়া গেলেও দুজন ছাত্রকে পাওয়া যায়নি।

এ নিয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘পুলিশ  এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বিত প্রচেষ্টায় তাঁদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ হওয়া গালিবকে গত শুক্রবার দুপুরে এবং মাফফুজের লাশ আজ শনিবার বেলা ১১টার দিকে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। পরে আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে হত্যা

নরসিংদীর সবজি: সরবরাহ বেশি, চাষিরা বিপাকে

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদীতে তিন চোখ ও দুই মুখের বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাদি হত্যা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ