হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অপহরণের শিকার স্কুলছাত্রী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পিরোজপুরে অপহরণের শিকার সেই স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণে জড়িত জুম্মন নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন র‍্যাবের এএসপি মোশারফ হোসেন। গ্রেপ্তার জুম্মনকে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে জুম্মনকে গ্রেপ্তার করা হয়। জুম্মনের (১৯) বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ যাত্রামুড়া এলাকায়। ২৩ এপ্রিল দুপুরে ওই ছাত্রীকে পিরোজপুর থেকে অপহরণ করেন জুম্মন ও তাঁর সহযোগীরা। 

র‍্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে জুম্মনের পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে জুম্মন তাকে নানা ভয়ভীতি দেখান এবং কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ২৩ এপ্রিল মঠবাড়িয়ার বাহালীপট্টি এলাকা থেকে অপহরণ করা হয়। 

এ ঘটনায় ২৬ এপ্রিল ভুক্তভোগীর বাবা মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর র‍্যাব-১১-এর গোয়েন্দা দল তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লায় অভিযান চালায়। সেখান থেকেই ভুক্তভোগীকে উদ্ধার করে র‍্যাব। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। মামলায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা