হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শামীম ওসমান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আরিফ (৩২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৪৫ জনকে নামীয় এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভুক্তভোগী আরিফ ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়েরের আবেদন করেন। আদালতের নির্দেশে গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে।’

এ মামলায় শামীম ওসমানের সহযোগী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মজিবুল হক চুন্নুসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আরিফসহ আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন। তখন অভিযুক্তরা তাঁদের উদ্দেশে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

আরিফের হাঁটুতে গুলি লাগে এবং শরীরে অসংখ্য ছিটা গুলি বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা