বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘শাওন যুবদলের রাজনীতি করত এবং যুবদলের কর্মী ছিল সেটা প্রমাণিত। দলীয় কর্মসূচিতে তার অংশগ্রহণের অনেক ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সে যদি রাজনীতি না-ও করে, তার পরেও একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার অধিকার পুলিশের নেই। পুলিশের গুলিতেই শাওনের মৃত্যু হয়েছে। এটা নিয়ে তারা মিথ্যাচার শুরু করেছে। কোনোভাবেই এই হত্যার দায় তারা অস্বীকার করতে পারে না।’
আজ শুক্রবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় নিহত শাওন প্রধানের বাড়িতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন ফখরুল। এদিন শাওনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দোয়া, কবর জিয়ারত ও নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার সারা দেশে বিএনপির কর্মসূচিতে হামলা ও গুলি চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। বিএনপির গণতান্ত্রিক অধিকার হরণ করছে। আমি পুলিশ প্রশাসনকে বলব, গুলি করে পাখির মতো মানুষ মারবেন না। আপনাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষকে নির্বিচারে গুলি করা নয়। আমি আপনাদের অনুরোধ করব, কোনো অন্যায় হুকুম আপনারা মানবেন না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ মানুষের ওপর গুলি ছুড়বেন না। আপনারা আমাদের শত্রু নন, আপনারা এসব মানুষেরই সন্তান।’
এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাওন প্রধানের বাড়িতে উপস্থিত হলে শোকে ভারী হয়ে ওঠে গোপালনগর এলাকা। বিএনপি মহাসচিবের আগমনের খবর পেয়ে হাজারো নেতা-কর্মী জড়ো হন। শাওনের বাড়িতে আসতেই শাওনের ভাই ফরহাদ প্রধান মির্জা ফখরুলকে জড়িয়ে কাঁদতে থাকেন। মির্জা ফখরুল ঘরের ভেতরে প্রবেশ করে শাওনের মাকে সান্ত্বনা দেন এবং শাওনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর শাওনের কবর জিয়ারত করে ফেরেন তিনি।
আরও পড়ুন: