হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কিশোর বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ১৫ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে লিটন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাঁকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। 

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে লিটনকে আটক করে স্থানীয় জনতারা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয় ৷ এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারকৃত লিটন মিয়া বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় লিটন মিয়া ১৫ বছরের এক কিশোরকে মোবাইলে ভিডিও গেমস খেলার প্রলোভন দেখিয়ে তাঁর নিজ ঘরে ডেকে আনে। পরে ওই ভুক্তভোগীকে জোরপূর্বক নির্যাতন করে লিটন।  ওই সময় কিশোরের চিৎকারের শব্দ পেয়ে কিশোরের মা ও এলাকাবাসী ছুটে আসে। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক মোদাচ্ছের বলেন, অভিযুক্ত লিটনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার