হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের করে।

পরে চাষাঢ়ায় থাকা সাধারণ জনতা একত্রিত হয়ে এ হামলা চালায়। এ সময় আগে থেকে এনে রাখা এক্সকাভেটর দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়।

এ সময় বায়তুল আমানে ভাঙচুর চলাকালে উত্তেজিত জনতা ‘বোরকা শামীম পলাইছে, দিল্লি না ঢাকা, স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

জাহিদ নামে এক বিক্ষোভকারী বলেন, ‘বায়তুল আমান ভবনের ইতিহাসকে পুঁজি করে শামীম ওসমান ও তার অনুসারীরা নারায়ণগঞ্জে জমিদারিতন্ত্র চালিয়েছে। এই বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম হয়েছে—এমন কথা প্রচার করে আওয়ামী লীগের বদলে ওসমান লীগ প্রতিষ্ঠা করেছে। আজকে সেই ভবন গুঁড়িয়ে দিতে একত্রিত হয়েছে সাধারণ মানুষ।’

উল্লেখ, বায়তুল আমান ভবনটি ১৯৩৯ সালে শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী প্রতিষ্ঠা করেন। এখানে আওয়ামী লীগ দল গঠনের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য নেতা-কর্মী এসেছেন এবং বৈঠক করেছেন। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে এই ভবনটির কথা উল্লেখ করা আছে। শামীম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহা এই বাড়ি থেকেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা