হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ওসমানদের পালিয়ে যাওয়ার সুযোগ কে দিয়েছে: প্রশ্ন রফিউর রাব্বীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ‘শেখ হাসিনার হস্তক্ষেপে দীর্ঘদিন ত্বকী হত্যার বিচার কার্যক্রম আটকে ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার কারণে ত্বকী হত্যার বিচার আবার শুরু হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। তদন্তকারী সংস্থা র‍্যাব নতুন করে ৬ জনকে গ্রেপ্তার করেছে।’

তিনি বলেন, ‘শুরু থেকেই বলে এসেছি এই হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমান, অয়ন ওসমান জড়িত। আমরা শুনছি, ওসমান পরিবারের সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যদি তাঁরা পালিয়ে যেতে পারেন তাহলে তাঁদের পালিয়ে যাওয়ার সুযোগ কে দিয়েছে? যারা তাঁদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে, সেসব সহযোগীরা এই সরকারের বিভিন্ন স্থানে যুক্ত রয়েছেন।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩৯ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন।

উল্লেখ্য, সম্প্রতি শামীম ওসমান পরিবারকে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। তবে সরকারের কোনো সূত্র এ তথ্য নিশ্চিত করেনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে শামীম ওসমানের লোকজন বসে আছেন। তাঁরা এখনো ধরাছোঁয়ার বাইরে। শামীম ওসমানের কোনো লোকজন এখনো গ্রেপ্তার হয়নি। আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। বর্তমানে দেশ যেভাবে চলছে এর মধ্যে আমরা নতুন বাংলাদেশ কিংবা নতুন স্বাধীনতার কোনো আলামত খুঁজে পাচ্ছি না। আমরা ত্বকী হত্যার বিচারের সঙ্গে সাগর–রুনীসহ সব হত্যার বিচার চাই।

এ সময় আরও বক্তব্য দেন কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সুজন এর জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা