হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে তরুণের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ (১৮) নামে এক তরুণের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আজিমের সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাধাহ গ্রামের শাহজাহান শেখের ছেলে। আহত অপর দুজন হলেন ধোপাধাহ গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ ও খোকন শেখের ছেলে তুফান শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব ব্রিজে ঘুরতে যান আজিম শেখ ও তাঁর দুই বন্ধু। এ সময় ব্রিজের পাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং আজিমের হাত ও পায়ের রগ কেটে দেয়। এ হামলার ঘটনায় শুভ শেখ ও তুফান শেখও আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আজিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা