নড়াইলের লোহাগড়ায় সেপটিক ট্যাংক থেকে আম্বিয়া বেগম (৫৭) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়ার হাবিবার রহমান মোল্যার মেয়ে। আম্বিয়া অবিবাহিত ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়ার রাজ্জাক মোল্যার বাড়ির সেপটিক ট্যাংকে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে লোহাগড়া থানা-পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (২৯) আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আম্বিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে টয়লেটের হাউসে ফেলে রাখার কথা স্বীকার করেছে আটক সাব্বির। হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।