হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে পার্কে চাঁদা আদায়ের অভিযোগে ৬ তরুণ কারাগারে

নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌরসভা এলাকার হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কে চাঁদা আদায়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল সোমবার রাতে সদর উপজেলার আউড়িয়া ও পৌরসভা এলাকার আলাদাতপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার আউড়িয়া গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে নাঈম শিকদার (১৯), নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আইয়ুব হোসেনের ছেলে মো. রায়হান হোসেন হৃদয় (২০), মাছিমদিয়া গ্রামের তবিবর মোল্যার ছেলে অন্তর মোল্যা (১৯), ভদ্রবিলা গ্রামের আদালত মোল্যার ছেলে আকিব মোল্যা (২২) ও সবুর মোল্যার ছেলে আবিদ মাহমুদ স্রাট (২২)। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গত রোববার ডিসি পার্কে মাগুরা জেলার শালিখা উপজেলার সরসুনা গ্রামের চার বন্ধু ঘুরতে আসেন। এ সময় ৯ যুবক তাঁদের কাছে চার হাজার টাকা চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা দিতে অস্বীকার করলে ভয়ভীতি দেখান ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট কেড়ে নেন ও তাদের মোটরসাইকেল ভাঙচুর করেন। 

ওসি আরও বলেন, এ ঘটনায় গতকাল নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। এদিন রাতেই নড়াইল সদর থানা-পুলিশ ও রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত