হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম মোল্যা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন।

গতকাল সোমবার রাতে সদর উপজেলার হাওয়াইখালী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্যা সদর উপজেলার কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিয়াম ও তাঁর দুই বন্ধু মিলে মোটরসাইকেলে লোহাগড়ার কালনা মধুমতি সেতু এলাকায় ঘুরতে যায়। পরে সন্ধ্যায় ফেরার পথে হাওয়াইখালী সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সিয়ামসহ মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নেওয়ার পথে মারা যায়। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আউড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুছানুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সিয়ামকে খুলনায় নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যায়।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষিশ্রমিকের

নড়াইলে দুটি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের