হোম > সারা দেশ > নড়াইল

লোহাগাড়ায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বকুল শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বকুল শেখ কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ মৃত বদির শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে কুমড়ি গ্রামের একটি দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন বকুল শেখ। পথে ওই গ্রামের গোলাপ শেখের বাড়ির কাছে এলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন বলেন, ‘বকুল শেখ গ্রাম পুলিশ ছিলেন। তিনি বিভিন্ন সময়ে গ্রামের বিভিন্ন মামলার আসামিদের খোঁজ খবর এবং মাদক ব্যাবসায়ীদের খোঁজখবর থানায় দিতেন। এ সব কারণেও এ হত্যার ঘটনা ঘটতে পারে।’

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে। আগামীকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা