হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ভাই-ভাতিজার হাতে বৃদ্ধ খুন

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলে লোহাগড়ায় সৈয়দ টোকন আলী (৬০) নামের এক বৃদ্ধকে তাঁর চাচাতো ভাই-ভাতিজা খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার করফা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তাঁর দুই ছেলে ও এক নারী আহত হন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টোকন আলী করফা গ্রামের সৈয়দ নওয়াব আলীর ছেলে। পুলিশ ও নিহত ব্যক্তির স্বজন সূত্রে জানা গেছে, বাড়ির পাশে রাস্তায় চলাচলকে কেন্দ্র করে টোকন আলীর সঙ্গে তাঁর চাচাতো ভাই-ভাতিজাদের বিরোধ হয়। গত বুধবার (৭ মে) সন্ধ্যার দিকে টোকন আলীকে তাঁর চাচাতো ভাই সৈয়দ ফেরদাউস, ফেরদাউসের ছেলে সৈয়দ করিম, সৈয়দ রহিমসহ কয়েকজন ব্যক্তি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় টোকন আলীর ছেলে সৈয়দ রুবেল, রাজু এবং রুবেলের স্ত্রী মাসুমা বেগম এগিয়ে এলে তাঁরাও মারধরের শিকার হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। টোকন আলীর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনার পর সৈয়দ ফেরদাউস ও তাঁর ছেলেরা পলাতক রয়েছেন।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত