হোম > সারা দেশ > নড়াইল

উন্নয়নের জন্য নৌকা মার্কাকে জয়ী করতে হবে: মাশরাফি বিন মর্তুজা

নড়াইল প্রতিনিধি

সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রার্থী যিনি হোন না কেন নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলাদলি ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন নড়াইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল।

বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সহসভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহসভাপতি কৃষিবিদ মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম পলাশ প্রমুখ।

সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ রিয়াজ মাহামুদ মিশাম। সম্মেলনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা কমিটিসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা