হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল কলেজছাত্রের

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল মামুন সমাদ্দার (২১) নামে এক কলেজছাত্রের। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল-গোবরা সড়কের সদর উপজেলার কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মামুন কাড়ার বিলের ব্রিজ পার করছিল। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলগামী বাইসাইকেল আরোহী মাটিকাটার শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মামুনের মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত শ্রমিক কাজেম আলীকে (৩৫) উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল (খুমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত