হোম > সারা দেশ > নড়াইল

খুলনায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের আত্মহত্যা

খুলনা প্রতিনিধি

প্রগতি মানসিক রোগ ও  মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন নবীন বিশ্বাস নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত কলে ঘোষণা করে।

এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার হরহারিয়া এলাকার নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে তিনি।

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তন্ময় বলেন, ২৪ মে নবীনকে খুলনা সিটি কলেজের পাশে প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। তিনি ঘুমের বড়িতে আসক্ত ছিলেন। মাঝেমধ্যে ইয়াবা ও ফেনসিডিল সেবন করতেন। অতিমাত্রায় আসক্ত হওয়ায় তাঁকে এখানে ভর্তি করা হয়। তাঁর মধ্যে মানসিক কোনো চাপের প্রবণতা দেখা যায়নি।

আজ এখান থেকে রিলিজ নেওয়ার কথা ছিল তাঁর। সকালে সবাইকে খাবার জন্য ডাকা হলে তার খোঁজ পাওয়া যায়নি। পরে বারান্দায় গিয়ে দেখা যায় গ্রিলের রডে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নবীন বিশ্বাস মানসিক রোগের চিকিৎসক ধীরাজ মোহন বিশ্বাসের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

তন্ময় আরও বলেন, ‘ঘটনার পর পরিবারের কাছ থেকে জানতে পারি, এর আগেও বাড়িতে থাকা অবস্থায় দুবার আত্মহত্যার চেষ্টা করেছে নবীন বিশ্বাস।’

ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অপর যুবক মো. হাসান শাহরিয়ার সিয়াম জানান, নবীন বিশ্বাস প্রায় তাঁকে বলতেন এখানে তাঁর ভালো লাগে না। বাড়িতে যাওয়ার জন্য মন শুধু ব্যাকুল থাকত। সকালের দিকে গামছা গলায় দিয়ে বারান্দায় যায় নবীন। এরপর থেকে তার আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবু হানিফ জানান, ঘটনা শুনে ঘটনস্থলে যান। সবার কাছ থেকে তথ্য জেনে প্রাথমিকভাবে ধারণা করছেন যে নবীন আত্মহত্যা করেছেন। তাঁর মরদেহ মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা