হোম > সারা দেশ > নড়াইল

কালিয়ায় নদীতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় মধুমতি নদীতে ডুবে মার্জিয়া (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার যোগানিয়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। 

গতকাল শনিবার বিকেলের দিকে কালিয়া উপজেলার যোগানিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের পাশে মধুমতির পাড়ে খেলতে গিয়ে মার্জিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়। সে যোগানিয়া গ্রামের কাবুল শেখের মেয়ে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের টিম লিডার শাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সকালে কালিয়া ফায়ার সার্ভিস থেকে খবর দেওয়া হলে আমরা এসে উদ্ধারকাজ শুরু করি। প্রায় এক ঘণ্টা পরে নদীর অপর পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করি।’ 

স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেলের দিকে যোগানিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের পাশে মধুমতি নদীর পাড়ে খেলতে গিয়ে শিশু মার্জিয়া নদীতে পড়ে যায়। তার স্বজনেরা খোঁজাখুঁজি করে তাকে পাইনি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে আজ সকালে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদীর অন্য তীরের কাছ থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত