হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে রেললাইনের পাশে পড়ে ছিল রক্তাক্ত লাশ

নড়াইল প্রতিনিধি 

সোহানুর রহমান সজীব। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল এক যুবকের লাশ। আজ সোমবার সকালে কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের রেললাইনের পাশে লাশটি পাওয়া যায়। ওই যুবকের নাম সোহানুর রহমান সজীব (২৫)। তিনি জামালপুর জেলার সদর উপজেলার ডেফুলবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলাম বাচ্চুর ছেলে। আজ দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সজীবের পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল এবং খুলনা রেললাইনের পাশে ওই যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা-পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পিবিআই যশোরের একটি দল লোহাগড়া থানায় এসে তথ্যপ্রযুক্তির সহায়তায় লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, তদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় জিআরপি থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু, মায়ের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড