হোম > সারা দেশ > নড়াইল

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ইট দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলার হুমকি দিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার শীতলবাটি গ্রামে। এ ঘটনায় মামলা হয়েছে। 

অভিযুক্ত মোস্তফা শেখকে (৫০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। মোস্তফা শেখ শীতলবাটি গ্রামের মৃত নূরোল শেখের ছেলে। 

আহত শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে শীতলবাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তফা শেখ দোকানের খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে খালপাড়ের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পড়ে থাকা একটি ইট দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক নারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে মোস্তফা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। আহত শিশুকে উদ্ধার করে পরিবারের লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। 
 
এ ঘটনায় ভুক্তভোগীর শিশুর বাবা গতকাল বৃহস্পতিবার কালিয়া থানায় একজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ সন্ধ্যায় অভিযুক্ত মোস্তফাকে গ্রেপ্তার করলে ঘটনাটি ব্যাপক জানাজানি হয়। 

এ বিষয়ে কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, শিশু ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় অভিযুক্ত মোস্তফা শেখকে গ্রেপ্তার করে শুক্রবার নড়াইল আদালতে পাঠানো হয়েছে। 

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা